পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নাটোরের লালপুরে শিক্ষার্থীদের করোনার প্রথম ডোজের টিকা প্রদান শুরু হয়েছে।
শনিবার(৮ জানুয়ারী)সকাল থেকে ১২ হতে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে এই টিকা গ্রহণ করে। এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাব উদ্দিন বলেন, আজকে ১২ থেকে ১৮ বছর বয়সী ১৬০৮০ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। এছাড়া পর্যায় ক্রমে লালপুর উপজেলার প্রায় ৩৮ হাজার শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।