চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা নিপুণ। এর আগে এই চিত্রনায়ক সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে সময় চেয়েছিলেন।
আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন ইলিয়াস কাঞ্চন। সেখানেই আসতে পারে নির্বাচনের চূড়ান্ত ঘোষণা। নন্দিত এই নায়কের ঘনিষ্ঠজন লিটন এরশাদ এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার অপেক্ষা করছেন প্রার্থীশিল্পীরা। প্রতিদিন এফডিসিতে গিয়ে সাধারণ শিল্পীদের সঙ্গে তারা কথা বলছেন। নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল দেবেন- আগে থেকেই এ কথা শোনা যাচ্ছিল।
অন্যদিকে মিশা সওদাগর-জায়েদ খান একটি প্যানেল দেবেন। এই প্যানেল বর্তমান কমিটির নেতৃত্ব দিচ্ছে। ইলিয়াস কাঞ্চন এর আগে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।