বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট ‘ইন্ডিপেন্ডেন্স কাপ’ আজ রোববার (৯ জানুয়ারি) সকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি ভেন্যুতে শুরু হয়েছে। মূলমাঠে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চলকে। অন্যদিকে স্টেডিয়ামে গ্রাউন্ড-২’তে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে করছে বিসিবি দক্ষিণাঞ্চল। দেশের নামিদামি তারকাদের অংশগ্রহণে করোনার কারণে গ্যালারিতে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে ইউটিউবে বিসিবির অফিসিয়াল চ্যানেলে ম্যাচটি সম্প্রচার করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।