জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের ২০১৮সালের এমবিএ ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ২০২২ তারিখ সকাল ১০ টা থেকে এবং এ কার্যক্রম চলবে বৃহস্পতিবার ২০-০১-২০২২ তারিখ বিকেল ৪ টা পর্যন্ত।
আজ সোমবার (১০জানুয়ারি) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
ওই সূত্রে আরও জানা যায়, উক্ত নিরীক্ষণের জন্য ২৩-০১-২০২২তারিখ রোববার বিকেল ৪ টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd-এ গিয়ে আবেদন করতে পারবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।