মাসুদ রানা লেমন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: কুরগাঁওয়ের রাণীশংকৈলে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ২দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ জনুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় মাধ্যমিক স্কুল মাঠে বিকাল ৩,৩০মি: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, শিক্ষা অফিসার রাহিম উদ্দিন ও তৈয়ব আলী, উপজেলা সহকারি মৎস্য অফিসার আব্দুল জলিল, প্রধান শিক্ষক রুহুল আমিন ও আবু শাহানশাহ ইকবাল, সাংবাদিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)এর সভাপতি কুসমত আলী প্রমুখ।
উক্ত মেলায় রাণীশংকৈল ডিগ্রী কলেজ, নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ,গাজিরহাট ডিগ্রী কলেজ,পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়, নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়,আবার তাকিয়া মাহম্মুদিয়া কামিল মাদ্রাসা, কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়,কাদিহাট উচ্চ বিদ্যালয়,কাতিহার উচ্চ বিদ্যালয় থেকে প্রদর্শনী স্টুল দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।