কেপাটাউন টেস্ট ৭ উইকেটে হেরে দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও সিরিজ হেরেছে ভারত। ম্যাচের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক উদ্ভট কাণ্ড ঘটিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং ওপেনার লোকেশ রাহুল।
প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার রিভিউ নিয়ে এলবিডাব্লিউ থেকে বাঁচলে রেগেমেগে এই তিনজন স্টাম্প মাইকের কাছে গিয়ে সম্প্রচারকারীদের গালাগাল করেন!’সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে যাওয়ায় রেগেমেগে স্টাম্প মাইকের কাছে গিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘সাবাস ডিআরএস, খুব ভালো খেলেছ!’ লোকেশ রাহুল বলেন, ‘সারা দেশ খেলছে ১১ জনের বিপক্ষে।’
কোহলিকে আবারও বলতে শোনা যায়, ‘শুধু প্রতিপক্ষ নয়, নিজের দলের দিকেও দেখো, সব সময় আমাদের যেন ধরতে চাইছে।’ কোহলিরা যখন স্টাম্প মাইকে এমন গালাগাল করছেন, সেই সময় অন্য প্রান্তের স্টাম্প মাইকে নিজের রাগ ঝাড়তে থাকেন অশ্বিন। তিনি বলেন, ‘সুপারস্পোর্টসের উচিত অন্যভাবে জয়ের পথ খুঁজে নেওয়া।’ সিনিয়র খেলোয়াড়দের এমন কাণ্ডে মাঠের আম্পায়ার ইরাসমাসও অবাক হয়ে বলতে থাকেন, ‘এটা অস্বাভাবিক!’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।