বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিয়ের দাবিতে এক কলেজ ছাত্রী কলেজ পড়ুয়া প্রেমিকের বাড়িতে দুই দিন অনশন শেষে নিজ বাড়িতে ফিরে গেলেন প্রেমিকা। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রানীদৌলা গ্রামে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের এক একাদশ শ্রেণির ছাত্রের সাথে পাশের আলফাডাঙ্গা উপজেলার চরপাচুড়িয়া গ্রামের এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ছাত্রীর পরিবার ওই ছাত্রের সাথে মেয়েটির বিয়ের কথা জানালে ছাত্রের পরিবার যৌতুক দাবি করে। কিন্তু ছাত্রীর পরিবার যৌতুকের টাকা জোগাড় করতে না পারায় বিয়ের সম্ভাবনা না থাকায় ওই ছাত্রী গত বুধবার সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
বৃহস্পতিবার রাতে সরেজমিনে ওই ছাত্রের বাড়িতে গিয়ে দেখা যায়, কলেজ ছাত্রী বাড়ির উঠানে বসে আছেন। বুধবার রাত থেকে অনশনরত ছাত্রীকে বাড়ির লোকজন তাদের ঘরে আশ্রয় দিয়েছে। রাত ১০টা পর্যন্ত তীব্র ঠান্ডার মধ্যে ওই প্রেমিকা প্রেমিকের বাড়ির উঠানে বসেছিল।
ময়না ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাশেদ বলেন, শুক্রবার দুপুরে মেয়ের অভিভাবকরা এসে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে। শুক্রবার রাতে ছেলে পক্ষের এলাকায় এ ঘটনা নিয়ে শালিস বসার কথা আছে।
ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন চৌকিদারের মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন। গত দুইদিন যাবত বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মেয়েটির অনশনের ঘটনা শুনেছি। বিষয়টি নিয়ে ছেলে-মেয়ে পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।