বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবিরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি( শনিবার) ১১টা জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্য্যলয়ে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্টিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, প্রয়াত সংবাদিক আমানউল্লাহ কবীরের বড় ছেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক, শাত-ইল কবীর, প্রবীন সাংবাদিক তালুকদার আলমঙ্গীর আহম্মেদ শাহজাহান।
দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খাদেমুল বাবুল, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, এ সময় আরো উপস্থিত ছিলেন -সংবাদ ও জামালপুর দিনকাল পত্রিকা সাংবাদিক
মোঃ ছামিউল ইসলাম, প্রমুখ।
স্মমণ সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য বিশেষ মুনাজাত করা হয়।
উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের বড় ভাই দেশবরেণ্য খ্যাতিমান সাংবাদিক ও লেখক আমানুল্লাহ কবির ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রেখিরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ১৬ জানুয়ারি ঢাকা ইবনে সিনা মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। চেয়ারম্যান বছির মাস্টারের কবরের পাশে, ছেলে আমানুল্লা কবিরকে সমাহিত করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।