বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ আজ রবিবার উপমহাদেশের কমিউনিস্ট আদালনের অন্যতম পথিকৃৎ এবং তেভাগা আন্দোলনের প্রদর্শক কমরড অমল সেনপর ১৯তম মৃত্যু বার্ষিকী।
আজীবন শোষিত মানুষের পাশে থাকা এবং তেভাগা আন্দোলনের অন্যতম বিপ্লবী এ নেতা ২০০৩ সালের এ দিনে ঢাকা কমিউনিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড অমল সেনকে শ্রদ্ধা জানাতে যশোর-নড়াইলের সীমান্তবর্তী এলাকা বাকড়ীতে তাঁর সমাধিস্থলে দুই দিন ব্যাপি কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিতে ১৬ জানুয়ারি অমল সেন স্মতি রক্ষা কমিটির আয়োজনে স্মতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ, শপথ পাঠ ও আলোচনা সভা এবং বাংলাদশের ওয়ার্কার্স পার্টির আয়োজনে ১৭ জানুয়ারি ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত করোনার কারনে ‘অমল মেলা’ ও গনজমায়েত স্থগিত করেছেন আয়োজক কমিটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।