রাজশাহী -৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ইঞ্জিনিয়ার এনামুল হক করোনা আক্রান্ত হয়েছেন।

শনিবার বিকেলে জাতীয় সংসদের করোনা পরীক্ষা সেন্টারে তার নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়।

বর্তমানে এমপি এনামুল হক ঢাকায় তার নিজ বাসভবনে রয়েছেন।

শারীরিক এবং মানসিক ভাবে তিনি সুস্থ্য রয়েছেন। তিনি যাতে দ্রুত করোনামুক্ত হতে পারেন সে জন্য সংশ্লিষ্ট সকলের দোয়া প্রার্থনা করেছেনে।

প্রসঙ্গত, ২০২০ সালের জুন-জুলাই মাসেও করোনা আক্রান্ত হয়েছেলেন। এ নিয়ে তিনি তিনবার করোনা আক্রান্ত হলেন।