দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদ্রাসাছাত্রকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তারা হলো- আরাফাত হোসেন শান্ত (১৫) ও রুহুল আমিন (১৩)। তারা দুজন হাকিমপুর উপজেলার আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার দশম ও অষ্টম শ্রেণির ছাত্র।
রোববার দুপুরে সীমান্তের ২৮৫নং মেইন পিলার ১০ এস এর বালুরচড় এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যায় বিএসএফ।
ইতোমধ্যে ওই ছাত্রকে বিএসএফের কাছে ফেরত চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রুহুল আমিন উপজেলার আলিহাট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আর আরাফাত হোসেন আরমান আলীর ছেলে।
আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের করোনার টিকা দেওয়ার জন্য হিলি স্থলবন্দরের টিকা কেন্দ্রে আসি। টিকা নেওয়া শেষে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল তারা হিলি সীমান্তের চেকপোস্ট গেটের দিকে বেড়াতে যায়। একপর্যায়ে তারা সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে সীমান্তের কাছে গেলে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।
দুই ছাত্রকে ফেরত চেয়ে হিলি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।