দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ তারিখে বসবে বিপিএলের অষ্টম আসর।
ফ্রাঞ্চাইজিগুলো দল গুছিয়ে ফেলেছে ইতোমধ্যে। বিদেশি তারকাদের সিংহভাগ এসে পড়েছেন।
এরই মধ্যে দুশ্চিন্তার কালো মেঘ জমা হলো বিপিএলের আকাশে। করোনার হানা পড়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে।
সোমবার করা প্রথমবারের করোনাভাইরাস পরীক্ষায় বেশ কয়েকজনের পজিটিভ শনাক্ত হয়েছেন। মঙ্গলবার ও বুধবার করা পরীক্ষায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবারের রিপোর্টে আক্রান্তের সংখ্যা ৪-৫ জন বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। আক্রান্তরা কারা আর কোন দলের সে তথ্য প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, করোনা আক্রান্ত ক্রিকেটারদের ইতোমধ্যে আলাদা করা হয়েছে। দলের সঙ্গে টিম হোটেলে উঠতে পারবেন না তারা। কোনো উপসর্গ না থাকলে নতুন পরীক্ষা ছাড়াই দশ দিন পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা। তবে ফ্র্যাঞ্চাইজি চাইলে নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করাতে পারবে।
কলমকথা /রোজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।