জি এম টিপু সুলতান,চিফ রিপোর্টার: গতকাল মনিরামপুর উপজেলার বালিদহ পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ জন প্রার্থী অংশগ্রহন করে এদের মধ্য বিজয়ী হয় যথাক্রমে রফিকুল ইসলাম মোড়ল, গোলাম রসুল, জিয়াউর রহমান, আজিবার রহমান এবং মহিলা অভিভাবিকা সদস্য নির্বাচিত হয় কল্যাণী কর্মকার। নির্বাচনে মোট ৩২৩ ভোটের ভিতর ২৮০ ভোট পড়ে। প্রিজাইটিং অফিসার উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কান্তি সরকার এর পরিচালনায় সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সার্ভিক তত্বাবধায়নে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজ্ঞিত কুমার মন্ডল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।