সদ্য অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলার ৬ ইউপিতে ৬ ইউপি চেয়ারম্যান, ৫৪ ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের ১৮ সদস্যের গেজেট প্রকাশিত হয়েছে। ১৩ জানুয়ারী নির্বাচিত ৭৮ প্রার্থীদের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
বিষয়টি নিশ্চিত করেন খানসামা উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক।
তিনি জানান, প্রকাশিত গেজেট অনুযায়ী নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের শপথ দ্রুত সময়ে সম্পন্ন করবে জেলা ও উপজেলা প্রশাসন। এরপরেই দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর সম্পন্ন হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।