অ্যান্ড্রয়েড গেম পিসিতে খেলার জন্য অ্যাপ চালু করলো গুগল। তবে অ্যাপটি এখন রয়েছে খুব সীমিত পরিসরে। উইন্ডোজ প্লে গেমস’র এই বেটা সংস্করণ আপাতত চালু হয়েছে হংকং, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে। অ্যাপটি ব্যবহার করে অ্যান্ড্রয়েডের বিভিন্ন গেম যেমন- মোবাইল লেজেন্ড, সামোনারস ওয়্যার,
স্টেট অব সারভাইভাল এবং থ্রি কিংডমের মতো গেম খেলা যাবে। সংবাদ মাধ্যম ভার্জ জানায়, এই তিন দেশের খেলোয়াড়রা উইন্ডোজ পিসির জন্য গুগলের স্ট্যান্ড অ্যালন অ্যাপে সাইন-আপ করে খেলতে পারবেন। গুগল জানায়, এখন থেকে বিভিন্ন ডিভাইস যেমন- ফোন, ট্যাবলেট, ক্রোমবুক এবং পিসি ইত্যাদি ডিভাইসে নিরবচ্ছিন্নভাবে গেমগুলো খেলা যাবে। গুগল প্লে গেমসের প্রোডাক্ট ম্যানেজার অর্জুন দায়াল বলেন,
খেলোয়াড়রা সহজেই গেমটি পিসিতে ব্রাউজ, ডাউনলোড এবং খেলতে পারবেন। পিসির বড় স্ক্রিন এবং মাউসের অভিজ্ঞতা নিতে পারবেন। তিনি আরও বলেন, খেলার সময় ডিভাইস পরিবর্তন করলে গেমের প্রোগ্রেসে কোনও বাধা হবে না। এছাড়া থাকছে প্লে পয়েন্ট অর্জনের সুযোগ যা পিসিতে খেলার সময় পাওয়া যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।