দক্ষিণ চীন সাগরে মার্কিন জাহাজের উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন।
চীনের সামরিক বাহিনী বলেছে, আমেরিকার যুদ্ধ জাহাজগুলোকে দক্ষিণ চীন সাগর থেকে দূরে থাকতে হবে, তারা যেন অবৈধভাবে পারাসেল দ্বীপপুঞ্জের ধারে কাছেও না আসে।
দক্ষিণ চীন সাগরে মোতায়েন চীনের লিবারেশন আর্মি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড চীন সরকারের অনুমতি ছাড়া পারাসেল দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে যার মাধ্যমে চীনের সার্বভৌমত্ব লংঘন হয়েছে।
পিপলস লিবারেশন আর্মির বিবৃতিতে আরও বলা হয়, চীনা নৌবাহিনীর এবং বিমানবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে অনুসরণ করেছে এবং বিতর্কিত দ্বীপপুঞ্জ এলাকার আশপাশ থেকে জাহাজটিকে চলে যেতে বলেছে।
বহুদিন ধরে দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে দ্বন্দ্ব চলছে। আমেরিকা বলছে, দক্ষিণ চীন সাগরে বেইজিং কৃত্রিমভাবে দ্বীপ নির্মাণ করে নিজের পানি সীমা বাড়িয়ে নিচ্ছে। এতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ সংকুচিত হয়ে আসছে।
অন্যদিকে, চীন বলছে পারাসেল দ্বীপপুঞ্জ প্রাকৃতিকভাবে তৈরি এবং এটি চীনের নিজের পানি সীমায় অবস্থিত। এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে চীন অবৈধ বলে মনে করে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।