বিপিএলের প্রথম ম্যাচে কাজী নুরুল হাসান সোহানকে ছাড়া মাঠে নেমেছে ফরচুন বরিশাল। করোনায় আক্রান্ত তিনি, তাই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট। দলের মিডিয়া ম্যানেজার আলী সেকান্দার এ খবর নিশ্চিত করেছেন।
সোহানের পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন ইরফান শুক্কুর। সোহানের প্রথম পরীক্ষার ফল পজিটিভ আসে। দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু তাকে নিয়ে ঝুঁকি নেয়নি বরিশাল।
এদিকে বরিশাল শিবিরে কোভিড ভালোভাবেই হানা দিয়েছে। দলের ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার ও ব্যাটিং কোচ নাজমুল আবেদীন ফাহিমও আক্রান্ত হয়েছেন। তাদের তিনজনকেই আইসোলেশনে রাখা হয়েছে।
বিপিএল শুরুর আগে কোভিডে আক্রান্ত হন বেশ কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফ। ধীরে ধীরে তারা সুস্থ হয়ে উঠছেন।
কলম কথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।