আল্লাহর গোলাম

আবদুল্লাহ আল মামুন

দুনিয়ার ক্ষমতা বাহাদুরি মিছে মায়াই পড়ে রইলাম,
ভুলে গেছি আমরা আল্লাহর গোলাম।

যা কিছু ধরার মাঝে সবি তার দান,
তবু কেন গাফেল তুমি হয়েছো নাফারমান।

সামান্য একটু ক্ষমতা পেয়ে ভুলে গেলে তাকে,
একদিন তোমার বিচার করবে মহান আল্লাহ পাকে ।

সময় থাকতে ক্ষমা চাও হয়ে যাও সাবধান,
মাফ তিনি করতে পারেন তিনি রহমান।

গোলামের কাজ গোলামী করা বাহাদুরী নয়,
নম্র হয়ে চলবে সে কোরআন পাকে কয়।

এসো ভাই ফিরে আসি ধরি আল্লাহর পথ,
থাকবো সবাই সেই কাজে যে কাজে রাসূলের মথ ।

এখন থেকে মানবো হাদিস কোরআন অন্য কিছু নয়,
তাহলে তোমার মরন কালে পরকালে রবে না যে ভয়।

লেখক
মোঃ আবদুল্লাহ আল মামুন
বিশিষ্ট লেখক সাংবাদিক ও মানবাধিকার কর্মী (প্রতিষ্ঠাতা ও পরিচালক মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা বিজয় রামপুর মধ্যপাড়া মনিরামপুর যশোর।
০১৬০৯-২৪৫৪৬২