দেশের সীমান্তবর্তী জেলা নওগাঁয় গেলও কয়েকদিন থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। মাঘ মাসের কনকনে হাড় কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশায় বেহাল অবস্থা এ জেলার মানুষের। তীব্র শীতে সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে।

জেলার সড়ক ও মহাসড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। নওগাঁর বদলগাছির স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, ২০ জানুয়ারি সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা নওগাঁর সাধারণ মানুষ শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে কনকনে শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়।

কলমকথা/বি সুলতানা