ফেসবুক-হোয়াটসঅ্যাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘রেডিট’ ব্যবহারে সমস্যায় পড়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা। হাজার হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম মিরর জানিয়েছে, যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার রাত দুইটা থেকে রেডিট ব্যবহারে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। প্রায় আধাঘণ্টা এ সমস্যা থাকে।
এ সময় ব্যবহারকারীরা রেডিট লগইন করতে গিয়ে তাদের ব্রাউজারে ‘এরর মেসেজ’ দেখতে পেয়েছেন। তাতে লেখা হয়েছে- ‘সামথিং ওয়েন্ট রং। জাস্ট ডোন্ট প্যানিক।’
সমস্যা সৃষ্টির আধা ঘণ্টা পর ব্যবহারকারীরা পুনরায় রেডিটে তাদের পোস্ট দেখতে পেয়েছেন। রেডিট এর কিছুক্ষণ পরই জানিয়েছে, সমস্যাটি চিহ্নিত করা হয়েছে। এটি নিয়ে কাজ করা হচ্ছে।
রেডডটে সমস্যা সৃষ্টির ২৪ ঘণ্টা আগে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা দেখা দেয়। সে সময় দীর্ঘ সাত ঘণ্টা এ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।