বিভিন্ন জেলা চেম্বারের সভাপতিরা ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের দ্বারা হয়রানির স্বীকার হচ্ছেন বলে যে অভিযোগ করেছেন সে বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবু হপনা রাহমতুল মুনিম বলেন, কোন অনিয়ম বা অবিচার যে হচ্ছে না-তা কিন্তু নয়।
কিছু অফিসারের কারণে অনিয়ম, অবিচার হতে পারে। ২/১ অফিসার কোন কারণে লোভের বশবর্তী হয়ে অন্যায় বা ভুল করতে পারে। এ বিষয়ে ঢালাও নয়, সুনির্দিষ্ট অভিযোগ আসলে অবশ্যই প্রতিকার করা হবে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) কাস্টম দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিমি এ কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের এফবিসিসিআইর কাছে অভিযোগ না করে এনবিআরে আসার পরামর্শ দেন তিনি।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।