পরাজয়ে বিপিএল শুরু করা ঢাকা টানা দুই ম্যাচেই হেরে যায় খুলনা ও চট্টগ্রামের বিপক্ষে। তবে নিজেদের তৃতীয় ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালকে হারিয়ে জয়ে ফেরা দলটি আজ আবার হেরে গেল সিলেটের বিপক্ষে।
এক বছরেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে পরাজয় দেখলেন মাশরাফি।
চার ম্যাচে মাত্র একটিতে জয়ে পেয়েছে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো আইকনদের নিয়ে গড়া দলটি।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া নাজমুল ইসলাম অপুর স্পিনে বিভ্রান্ত হয়ে ১৮.৪ ওভারে ১০০ রানে অলআউট হয় ঢাকা।
দেশসেরা ওপেনার তামিম ইকবাল, আফগানিস্তানের তারকা ওপেনার মোহাম্মদ শেহজাদ, জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া টপঅর্ডার ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তারকা আন্দ্রে রাসেল, জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও শ্রীলংকার তারকা অলরাউন্ডার ইসুরু উদানাকে দুই অঙ্কের ফিগার রান করতে দেননি নাজমুল ইসলাম অপু, তাসকিন আহমেদ ও সোহাগ গাজীরা।
৪ ওভারে মাত্র ১৮ রানে ৪ উইকেট শিকার করেন অপু। ২.৪ ওভারে ২২ রানে ৩ উইকেট শিকার করেন পেসার তাসকিন আহমেদ। আর দুই উইকেট নেন জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া তারকা স্পিনার সোহাগ গাজী।
মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে সিলিট। দলের জয়ে ৪২ বলে ৪৫ রান করেন জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ওপেনার এনামুল হক বিজয়।
সিলেট নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে যায়। মঙ্গলবার মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন ঢাকাকে হারিয়ে জয়ে ফিরল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।