ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
বুধবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস ছিল। দিনটি উপলক্ষে গতকাল (বুধবার) ভারতে সরকারি ছুটি ছিল। এ জন্য দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ রেখেছিলেন। একদিন বন্ধের পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।