বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় মাস্ক না পরায় দুই হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে উপজেলা সদরের বাজার, চৌরাস্থায় মোড় ও খাজুরা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরে বিভিন্ন বাজারে ব্যবসা পরিচালনা করছিলেন দোকানিরা। একই সাথে মাস্ক না পরে বাজারের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিল পথচারীরা। শুক্রবার সকালে সাত ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের পরিচালক আ ন ম আবুজর গিফারী জরিমানার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, করোনা মোকাবেলায় সরকারী নির্দেশনা না মানলে ও মাস্ক না পরে ঘোরাঘুরি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকলকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে। বিধিনিষেধ কার্যকরে প্রশাসন মাঠে রয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।