বিয়ের ঝক্কি কাটিয়ে কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মনে হচ্ছে, কাজ ও অবসর বিনোদন—দুটো সারতেই মালদ্বীপে উড়াল দিয়েছেন এ সুন্দরী।
ইন্ডিয়া ডটকমের খবর, আজ সোমবার সামাজিক পাতায় নতুন ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ। ছবিতে দেখা যাচ্ছে, দারুণ প্রিন্টেড পোশাকে মিলিয়ন ডলারের হাসি দিয়েছেন ক্যাট। সেই হাসিতে আপনার মন ভরে যাবে।
অধিকাংশ বলিউড তারকাদের মতো ক্যাটরিনারও পছন্দের স্থান মালদ্বীপ। সেটা ক্যাপশনে তুলে ধরেছেন অভিনেত্রী। লেখা—মাই হ্যাপি প্লেস। সবুজ ফুলেল পোশাকে দারুণ লাগছে ক্যাটরিনাকে। পরেছেন প্রিন্টেড শার্ট, ব্রালেট টপ আর শর্টস। প্রাণখোলা হাসি, উন্মুক্ত বিভাজিকার ক্যাটরিনাকে দেখে পাগলপ্রায় নেটপাড়া। মাত্র চার ঘণ্টায় ২০ লাখের বেশি লাইক পড়েছে। বুঝতেই পারছেন!
এবার পোশাকের মূল্যে আসা যাক। আনাইতা শ্রফ আদাজানিয়ার ডিজাইনকৃত ক্যাটরিনার ফ্লোরাল কো-অর্ডের দাম নয় হাজার ৯৯৯ রুপি, যার মধ্যে স্যান্ডার শার্টের দাম ছয় হাজার ৯৯৯।
গত বছরের ডিসেম্বরে ভিকি কুশলের সঙ্গে বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপকে বেছে নিয়েছিলেন ক্যাটরিনা। ভিকি এখন ভারতের মধ্য প্রদেশে সারা আলি খানের সঙ্গে সিনেমার শুট করছেন আর মালদ্বীপে ক্যাটরিনা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।