রাজধানীর ডেমরার ৪ নং গেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সাইফুল ইসলাম (৩০) নামের এক ড্রাম ট্রাক মালিক খুন হয়েছে। গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) রাত চারটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মোস্তাক আহমেদ জানান, তার ভাগিনা ড্রাম ট্রাকের মালিক ছিলেন। ড্রাইভার ছুটিতে থাকায় নিজেই গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে ডেমরা ৪নং গেইট এলাকায় যাওয়া মাত্রই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে ডেমরা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে স্বজনরা তার লাশ শনাক্ত করে। তিনি জানান, আমার ভাগিনার বাসা ডেমরার মেহেন্দিপুর উত্তরপাড়ার। তার বাবার নাম ফজলুল হক। তিনি এক মেয়ের জনক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডেমরা থানা পুলিশ জানায়, এ বিষয়ে মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।