ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭০ লিটার চোলাই মদসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের পূর্বপাড়ার টিটন চন্দ্র দাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মলাইশ গ্রামের পূর্বপাড়ার মৃত চিকন্ত চন্দ্র দাসের ছেলে টিটন চন্দ্র দাস (৪৫), ওয়ারিশ দাসের ছেলে জয় কৃষ্ণ দাস (৩৫) ও মৃত কমল কান্ত দাসের ছেলে প্রত্যুষ চন্দ্র দাস। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতদেরকে শনিবার দুপুরে তাদেরকে পাঠানো হয়।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা চোলাই মদ বিক্রি করে আসছিল। মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
কলমকথা/রোজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।