২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় টিউশনির জমানো ১০ হাজার টাকা পুঁজি নিয়ে চামড়াজাত পণ্যের ব্যবসা শুরু করেন তানিয়া ওহাব। ঢাকার হাজারীবাগে একটি মেশিন আর একজন শ্রমিক নিয়ে ‘এথিনি’ নামে ১০০ বর্গফুটের ছোট্ট একটি কারখানায় চলছিল তার ব্যবসা।

বর্তমানে তার কারখানার আয়তন ৬৫০০ বর্গফুট, কারখানায় স্থায়ী-অস্থায়ী মিলে দুইশ’র অধিক শ্রমিক কাজ করে। চামড়ার জ্যাকেট, জুতা, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি বানিয়ে বছরে তার টার্নওভার ৪ কোটি টাকার অধিক। এছাড়াও তিনি কৃত্রিম চামড়া, পাট, কাপড় ইত্যাদি দিয়ে তৈরি ডায়েরির মলাট, কনফারেন্সের ব্যাগ, ওয়ালেটসহ নানা রকম উপহারপণ্য বানাতে শুরু করেন।

তিনি বর্তমানে একটি অনলাইন গিফটশপের (টিএএন) স্বত্বাধিকারী। ২০০৮ সালে সেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার অর্জন করেন। এসএমই উদ্যোক্তা তানিয়ার সাথে কথা বলে তার এই সফলতার গল্প জানা গেছে।

 

কলমকথা/সাথী