বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের সাধারণ ও আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় করোনা সংক্রমনে সচেতনতা সৃষ্টি, উপজেলাব্যাপি চুরি ও মাদক বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তা নিয়ন্ত্রনে আনতে ও চোর শনাক্তসহ চোরাই মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালেঅচনা করে কতিপয় গৃরুত্বপুর্ণ প্রস্তাব ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা মমহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার দীপ্তি রানী,পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শফিউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সান্তাহার প্রেসক্লাবের সম্পাদক খায়রুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির সরকার, এসআই প্রদীপ কুমার ও সাজ্জাদ হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।