বগুড়ার আদমদীঘি উপজেলার নির্বাহী অফিসার (ইউএও) শ্রাবণী রায় ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার ইউএনও শ্রাবণী রায়ের ও গত সপ্তাহে সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হকের করোনা পজিটিভ প্রতিবেদনটি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু। তবে তারা দুজনই শারীরিক ভাবে অনেকটাই সুস্থ্য রয়েছে বলে জানা গেছে।
উপজেলার নির্বাহি অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক গত সপ্তাহে করোনা পজিটিভ রির্পোট আসে। এরপর রোববার উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শ্রাবণী রায়ের করোনা পজিটিভ প্রতিবেদনটি পাওয়া যায়। বর্তমানে দুজনই তাদের বাসভবনে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেআবাসিক চিকিৎসক ডা. আজিজুল হক সাংবাদিকদের বলেন, গত ২৪ ঘন্টায় উপজেলায় তিনজন করোনা রোগী সনাক্ত হয়েছে। হাসপাতালে শুধুমাত্র এন্টিজেন টেষ্টের মাধ্যমে করোনা পরীক্ষা চলছে। তবে নমুনা সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষা বর্তমানে বন্ধ রয়েছে।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিনুল ইসলাম জানান, অর্থ বরাদ্দ না থাকায় নমূনা সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান বলেন, করোনার এই সংকটময় সময় করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকা দুঃখজনক। তিনি দ্রুত আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমূনা সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু করার দাবি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।