জ্যোতিষীর কাছে গেছে এক ব্যাঙ—
জ্যোতিষী: খুব শিগগিরই তোমার একটা সুন্দরী মেয়ের সঙ্গে দেখা হবে। সে তোমার ব্যাপারে সবকিছু জানবে।
ব্যাঙ: সত্যি! তার সঙ্গে আমার কোথায় দেখা হবে? নিশ্চয়ই কোনো পার্টিতে!
জ্যোতিষী: না। মেয়েটির জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে!

স্বামীর জীবনের চাঁদ হবেন যেভাবে
স্বামী: তুমি কি আমার জীবনের চাঁদ হবে?
স্ত্রী: অবশ্যই।
স্বামী: তাহলে আমার থেকে প্রায় ১০০০০০০ কিমি দূরে থাকো।

কম কথার মানুষ তিনি
শিক্ষক: দুই ঘণ্টা ধরে কলেজের অধিনায়ক ভাইয়া তোমাদের কী বললেন?
ছাত্র: ভাইয়া যে কম কথার মানুষ, সেটাই বুঝিয়ে বললেন।

 

কলমকথা/বি সুলতানা