চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম মারা গেছেন।
আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
আ জ ম নাছির উদ্দীনের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানা গেছে, আজ বাদে আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর কদম মোবারক মসজিদ প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি মেয়র মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম সিটির সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন প্রমুখ।
কলমকথা/রোজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।