পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাসের চাপায় ব্যাটারি চালিত ইজি বাইকের মো.বায়জীদ (১৪) ও মো.সেলিম তালুকদার (৪৭) নামে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাতটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। কলাপাড়া থানার ওসি মো.জসিম বলেন,
ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী বাস যমুনা লাইন ঘুটাবাছা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই ২ জন মারা যান। পুলিশ বাসটিকে আটক করেছে। ঘটনার পরপরই চালকসহ হেলপার, সুপারভাইজার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।