শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি :  বানিজ্যিক উপশহর কপিলমুনির সরকারি সম্পত্তি কোনভাবেই বন্ধ হচ্ছেনা দখলবাজদের আগ্রাসন থেকে। একের পর এক এসব সরকারি মূল্যবান সম্পত্তির সিংহ ভাগ দখল হয়ে গেছে।এবার কপিলমুনি বাজারের কপোতাক্ষ নদের চরভরাটি মূল্যবান জায়গা আবারও দখল হতে বসেছে। যা ইতোপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করা হয়।

এ সব মুল্যবান সম্পত্তি ইতোমধ্যে রাতের আঁধারে বাঁশের খুটি ও ঘেরা লাগিয়ে দখলে নিয়েছে একাধিক ব্যাক্তি। দখলকৃত এ সব জায়গা থেকে অবৈধ বাঁশখুঁটি অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।সরেজমিনে গিয়ে দেখাযায়, কপিলমুনি মাছ বাজার সংলগ্ন কপোতাক্ষ তীরবর্তী সরকারী জায়গা কোন প্রকার ডিসিআর ছাড়াই দখল করেছে কতিপয় দখলবাজরা।

সূত্র জানায়, একটি সুবিধাভোগী মহলের ইন্দনে সেখানে রাতারাতি বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে আলাদা আলাদা ভাবে দখল করা হয়েছে। বাজারের কয়েক জন ব্যাবসায়ী জানান, প্রথমে জনৈক ইউপি সদস্যের একটি মৎস্য কাটা ছিল (আড়ৎ) । তিনি দীর্ঘদিন এখানে ব্যাবসা করায় পরবর্তীতে তাকে অনুসরণ করে তারই পার্শ্বে একে একে আরো ৫ জন ব্যক্তি একইভাবে দখল করেছে মুল্যবান এসব জায়গা।

যা উদ্ধার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। কপিলমুনি বাজার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের অধিনে। পাউবো চাইলে ব্যবস্থা নেয়া হবে।

 

কলমকথা/বি সুলতানা