বলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। বিয়ে করতে যাচ্ছেন রিচা চড্ডা ও আলি ফজল। রিচা-আলির পরিচয় ২০১২ সালে ‘ফুকরে’ ছবির সেটে। তারপর বন্ধুত্ব, তা গড়াল প্রেমে।

সাত বছর পর ২০১৯ সালে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলি। ২০২০ সালেই তাদের বিয়ে করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বদলে দিলো করোনা মহামারি। করোনা পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। সব ঠিক থাকলে তাই আগামী মার্চেই চার হাত এক করতে চলেছেন এ তারকা জুটি।

 

কলমকথা/সাথী