বিধবা পুত্রবধূকে ধুমধাম করে বিয়ে দিলেন শ্বশুর-শাশুড়ি। এ অনন্য নজির গড়লেন ভারতের হলদিয়ার সুতাহাটার নকুল ঘাঁটি।
ছেলে অর্ণব ঘাঁটি ২০২০ সালের ২০ অক্টোবরে সড়ক দুর্ঘটনায় মারা যান। ছেলের মৃত্যুশোকে স্তব্ধ হয়ে গিয়েছিল পরিবারটি। পুত্রবধূ ও নাতির ভবিষ্যৎ নিয়েও চিন্তায় পড়ে যান তারা।
সে চিন্তা থেকেই এমন সিদ্ধান্ত। এছাড়াও নকুল নিজের মেয়ের মতোই দেখেছেন পুত্রবধূ শুভ্রাকে ।
যেমন সিদ্ধান্ত তেমন কাজ। পুত্রবধূর জন্য নিজেরাই পাত্র খুঁজতে থাকেন শ্বশুর-শাশুড়ি। শেষ পর্যন্ত পেয়েও যান। পাত্র হলদিয়ার রামগোপালচকের বাসিন্দা মধুসূদন সাঁতরা। একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত তিনি।
গত ৩১ জানুয়ারি নকুল নিজের বাড়িতে ধুমধাম করে বিয়ের আয়োজন করেন। বিয়েতে দেড়-দুইশ অতিথি ছিলেন। সব দায়িত্ব একা কাঁধে নিয়ে বিয়ে সম্পন্ন করেন নকুল-নন্দিতা দম্পতি।
বিয়ের পর মেয়ে হিসেবে ‘বাবা’ নকুলকে প্রণাম জানান শুভ্রা। নতুন ‘জামাই’ মধুসূদন সাঁতরা শুভ্রার ছোট ছেলেকে পিতৃস্নেহে মানুষ করার দায়িত্ব নেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।