জামালপুর সদর উপজেলা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা, লুটপাট, নারী ও শিশুদের উপর অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে।
জানাযায়, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ধোপাকুড়ি গ্রামে বুধবার আনুমানিক বিকাল ৩ টার সময় জামালপুর সদর উপজেলার জমির উপর থাকা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অত্র গ্রামের বাসিন্দা কুদ্দুস ও তার ছেলে মাসুদ সুপারি গাছ থেকে জোড়পুর্বক সুপারি পাড়ার সময় ইলিয়াস নামের এক ছেলে মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে কুদ্দুস ও তার ছেলে মিলে ইলিয়াসকে মারধর করে।
এ সময় ইলিয়াসের মা শান্তি বেগম তার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ব্যপকভাবে মারধর করা হয়। পরে কুদ্দুস মিয়া ও মমিন নজরুল, মাসুদ ও হাসেম এর নেতৃত্যে দেশীয় অস্ত্র নিয়ে বাইরের লোকজন দিয়ে ফজল, সাখাওয়াত, ফারুক ও হালিমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট, শিশু সন্তান, অন্তসত্তা মহিলাসহ বাড়িতে থাকা সকল মহিলাদের উপর অমানুষিক নির্যাতন চালায়। উক্ত ঘটনায় ইলিয়াসসহ ৪জন মহিলা গুরতর আহত হয়ে বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।