অদ্য শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে জামালপুর জেলা কৃষক দলের আয়োজনে শহরের নয়াপাড়া পাঁচ রাস্তাস্হ আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সাংগঠনিক টিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজকের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার আকন্দ, সাবেক সাংসদ, সহসভাপতি কৃষক দল কেন্দ্রীয় কমিটি।
প্রধান বক্তা মোঃ সালাহ উদ্দিন মিল্কী, সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ, কৃষক দল কেন্দ্রীয় কমিটি। মোঃ সাদেকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় কৃষক দল, কেন্দ্রীয় কমিটি। মোঃ সরকার সুলতান আহমেদ বাদশা, সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা শাখা। মোঃ মতিউর রহমান বাবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক, জেলা কৃষকদল জামালপুর।
সভাপতিত্ব করেন সালেহীন মাসুদ মাস্টার, সিনিয়র সহসভাপতি, জেলা কৃষক দল জামালপুর।
সঞ্চালনায় ছিলেন- মোঃ মাজেদুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক, জেলা কৃষকদল, জামালপুর।
এবং আরো উপস্থিত ছিলেন- জামালপুর জেলার অন্তর্ভুক্ত সকল থানা এবং পৌরসভার ও বিভিন্ন ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।