হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি জুসের প্যাকেটে আড়াই কেজি স্বর্ণ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোনার বারগুলো উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস।

এ ঘটনায় রোববার ভোর ৬টায় বিমানবন্দর থানায় ঢাকা কাস্টমসের পক্ষ থেকে একটি মামলা করা হয়। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই নারগিস।

তিনি জানান, এটি পরিত্যক্ত হিসেবে মামলায় উল্লেখ করা হয়। মামলায় কোনো আসামির বিষয়ে উল্লেখ করা হয়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ২ ও ৩ নম্বর লাগেজে বেল্টের কাছে চেয়ারের নিচে একটি পরিত্যক্ত জুসের প্যাকেট পায় প্রিভেন্টিভ দল। পরে প্যাকেটটি স্ক্যান করলে ভেতরে স্বর্ণের অস্তিত্ব টের পাওয়া যায়। প্যাকেটটি খুলে সেখানে ২২টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বার ১১৬ গ্রাম ওজনের, যার মোট ওজন ২ কেজি ৫৫২ গ্রাম।