মোঃ জয়নুল আবেদীন তুহিন, উপজেলা প্রতিনিধি মির্জাগঞ্জ: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ১নং মাধবখালী ইউনিয়নের নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট বি,এন,পির আহবায়ক কমিটির ২৩ জনই পদত্যাগ করেছে। নবগঠিত কমিটির আহবায়ক শাহীন চৌধুরী পাশা , যুগ্ম আহবায়ক মোঃ আবু জাফর আকন সহ আরও ৪ জন যুগ্ম আহবায়ক ও ১৭ জন সদস্য নিয়ে মোট ২৩ জন পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।
পদত্যাগ পত্রে বি,এন,পির নেতৃবৃন্দ উল্লেখ করেন গত ২৭/০১/২০২২ ইং তারিখের ১ নং মাদবখালী ইউনিয়ন বি,এন,পির কমিটি গঠনে বি,এন,পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ সরাসরি উপেক্ষিত হয়েছে এবং ইউনিয়ন বি,এন,পির শীর্ষ নেতাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি বিধায় আমরা নিম্ন স্বাক্ষরকারী গন উক্ত কমিটি থেকে অব্যাহতি নিলাম।
এ ব্যপারে উপজেলা বি,এন,পির আহবায়ক জনাব মোঃ আশ্রাফ আলী হাওলাদারের সাথে মুঠো ফোনে আলাপ করলে তিনি জানান ওরা আমার কাছে এসেছিল, আমাদের মাঝে একটু ভুল বোঝা বুঝি হয়েছিল যেটা ঠিক হয়ে গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।