মো: রিয়াদ মন্ডল|জীবননগর থানা প্রতিনিধি:

১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে সাংবাদিক কন্যা শেখ নাফিসা নওরিন সারা’র প্রথম জন্মদিন, জন্মদিনে তোমার অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন সারা। শেখ নাফিসা নওরিন সারা,

সুনামধন্য দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিনিধি এস এম নাসিম উদ্দিন ও কানিজ ফাতিমা নিশি’র একমাত্র কন্যা এবং আন্দুলবাড়ীয়া আশরাফীয়া আলিম মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু’র পুতনী। সারা’র রোগমুক্তি, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় দো’আ চেয়েছেন, মা,বাবা,দাদা,দাদী, নানা,নানী,ফুফু,মামা সহ আত্নীয় স্বজন ও পরিবার পরিজন।