আল সামাদ রুবেল : পুরো পৃথিবীর মানুষ আজ করোনা মহামারির (কোভিড-১৯) কাছে শিকল বন্দী। মানুষের দৈনন্দিন কর্ম জীবনে যেমন ভাটা পরেছে ঠিক তেমনি প্রত্যেকের ব্যক্তিগত জীবনেও এর প্রভাব বিদ্যমান।
সারা পৃথিবী জুড়ে এই মহামারি ভাইরাসকে রুখতে নেয়া হচ্ছে নানারকম ইতিবাচক পদক্ষেপ। বিশেষজ্ঞরা মনে করেন সংক্রমিত এই ভাইরাস থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা প্রয়োজন, যার কোনো বিকল্প নেই।
সচেতনতা বৃদ্ধি এবং করোনা ভাইরাস থেকে নিজেকে ও অন্যদেরকে সুরক্ষিত রাখার লক্ষ্যে গত ৫ই ফেব্রুয়ারি ২০২২, সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৩ টা পর্যন্ত বৃত্ত ফাউন্ডেশনের আয়োজনে ও কনফিডেন্স গ্রুপ’র সৌজন্যে এবং মেহমানখানা’র কারিগরি সহযোগিতায় রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক এই ক্যাম্পেইনটি বাস্তবায়ন করা হয়।
উক্ত ক্যাম্পেইনটি বৃত্ত ফাউন্ডেশনের দুইটি টিমের মাধ্যমে পরিচালিত হয়, যা একটি টিম ভাগ হয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্কের ভিতরে ও বাহিরসহ বাস স্টপেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, কবি নজরুল সরকারি কলেজ এর সামনে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর সামেনে এবং আরেকটি টিম ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলের সামনে, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল এন্ড কলেজ এর সামনে ও স্বরসতী পূজা উপলক্ষ্যে ফরাসগঞ্জের বিহারী লাল জিউ মন্দিরে আগত ভক্তদের মাঝে স্বাস্থবিধি মেনে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচিতে উল্লেখিত স্থানসমূহে চার হাজারের অধিক মাস্ক বিতরণ করা হয়।
কর্মসূচি চলাকালীন বৃত্ত ফাউন্ডেশনের সদস্যরা জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কোভিড প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে যা এটি সত্যি উদ্বেগের বিষয় তাই আমাদের সকলের উচিত সবসময় মাস্ক পরিধান করা, এছাড়াও মাস্ক পরিধানে আপনাকে ধূলোবালি থেকে সুরক্ষিত রাখবে।
পরিশেষে আয়োজক সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক বিথী আলম বলেন- অনেকই আছেন যারা মাস্ক পরিধানে ইচ্ছুক নয়, তারা যেখাসে সেখানে ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের ভিতর সচেতনতা বলতে কিছুই নেই। আমাদের এই ক্যাম্পেইনের উদ্দেশ্যই হলো সেই সকল মানুষদের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা। আমরা আশা করি কনফিডেন্স গ্রুপের সৌজন্যে এবং মেহমানখানা’র কারিগরি সহযোগিতায় এই ধরনের কার্যক্রম আগামিতেও অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।