ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পেরিয়ে চায়ের দেশ খ্যাত সিলেটে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিরতিহীনভাবে টানা তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রতিদিনই থাকবে সিলেট সানরাইজার্সের খেলা।

সোমবার প্রথম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ফরচুন বরিশাল। দিনের আরেক ম্যাচে বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স আর সিলেট সানরাইজার্স। এছাড়া দ্বিতীয় দিন বুধবার (৯ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-মিনিস্টার ঢাকা ও দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্স-ফরচুন বরিশাল মুখোমুখি লড়াইয়ে নামবে।

তৃতীয় দিন বৃহস্পতিবার প্রথম ম্যাচে খুলনা টাইগার্স-মিনিস্টার ঢাকা ও দ্বিতীয় ম্যাচে লড়বে সিলেট সানরাইজার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ দিনের খেলা শেষে বিপিএল আবার ফিরবে ঢাকায়।

 

কলমকথা/বি সুলতানা