বাংলাদেশে কার্যক্রমের জন্য ডাব্লিউএফপি এবং আইওএমকে ৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিবেন জাপান সরকার। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ঢাকার জাপান দূতাবাস।
ডাব্লিউএফপিকে প্রায় ৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। কক্সবাজার, ঈশ্বরদী এবং পটুয়াখালী জেলায় এ সহায়তার আওতায় কৃষি অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ কৃষকদের সঙ্গে বাজারের ব্যবস্থাপনা জোরদার করা হবে।
এদিকে আইওএমকে প্রায় ৪.৪৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ও স্থানীয় সম্প্রদায়ের জন্য গভীর নলকূপ স্থাপন, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম, চিকিৎসা সুবিধা এবং ল্যাট্রিনগুলোর রক্ষণাবেক্ষণে এ অর্থ ব্যয় করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।