আবারও বাংলাদেশ দলে ফিরেছেন এক সময়ের প্রধান কোচ জেমি সিডন্স। তবে এবার দলে ফিরেছেন জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়ে। আগের মেয়াদে দায়িত্বে থাকাকালে নানা সিদ্ধান্তের কারণে বেশ আলোচিত-সমালোচিত ছিলেন জেমি।

যার মধ্যে অন্যতম ২০১১ বিশ্বকাপ থেকে মাশরাফিকে বাদ দেওয়া। তবে সেই দুঃখ ভুলে জেমি সিডন্সকে দ্বিতীয় দফায় বাংলাদেশে স্বাগতম জানিয়েছেন মাশরাফি। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে মাশরাফি লেখেন, ‘২০১১ এর কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছি জেমি।

মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসার পেছনে যাদের অবদান আছে তুমি তাদের ভেতর অন্যতম। আমি হয়তো টিমে আর আসবো না তবে তোমার জন্য শুভ কামনা। তোমার প্রতিটি শিক্ষা বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক নতুনত্ব হয়ে উঠুক আনন্দময়। তোমার প্রতি অগাধ আস্থা রেখেই বলছি। সামাজিক দূরত্বে থেকে তোমার প্রতি ভালোবাসা। বাংলাদেশও তোমাকে ভালোবাসে।

 

কলমকথা/সাথী