ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বলেছেন, রিয়াল মাদ্রিদকে নিয়ে এখন কোনো কথা বলতে চান না। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিপক্ষে ম্যাচটি কীভাবে জেতা যায় তা নিয়েই ভাবছি।

তিনি বলেন, আমি মাদ্রিদকে হারানোর দিকেই মনোযোগ দিচ্ছি এবং আমরা দেখবো এরপর কী হয়। রিয়ালে যোগ দেওয়ার ব্যপারে আমি এখনও সিদ্ধান্ত নেইনি। এমনকি মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি যদি পরিস্থিতিতে বদল আনে এবং যদিও আমি চাইলেই এখনো যা ইচ্ছে করতে পারি, তারপরও এই ধরনের কিছু আমি করবো না। আমি কোনো প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে কথা বলবো না।

এদিকে, চলতি মাসে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-তে পিএসজির প্রতিপক্ষ রিয়াল। এরপরই রিয়ালের সাথে এমবাপ্পের চুক্তির আনুষ্ঠানিকতার বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম বিল্ড।

 

কলমকথা/সাথী