সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদরাসা শিক্ষক নজরুল ইসলাম হত্যা মামলার আসামি রুহুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত রুহুল কুদ্দুস শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জেলার উল্লাপাড়া উপজেলার চন্দনগাঁতী গয়হাট্রা আলীম মাদ্রাসার আরবি শিক্ষক ছিলেন নজরুল ইসলাম। তিনি নিয়মিত শাহজাদপুর উপজেলার চর নবীপুর খেয়াঘাট পার হয়ে মাদরাসায় যাতায়াত করতেন।
২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে খেয়াঘাট পারাপারের সময় রুহুল কুদ্দুস নামের ওই যুবকের সঙ্গে নজরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এরই জেরে ২০১৪ সালের ৫ এপ্রিল আবারো দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রুহুল কুদ্দুস ধারালো ছুরি দিয়ে নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে রুহুল কুদ্দুসকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। আদালত ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় দেন।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।