সম্প্রতি সমাপ্ত হওয়া শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাল বিএফডিসি, চলছে আলোচনা সমালোচনা। আপিল বোর্ড চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করার পর কমিটির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি পদে পরাজিত প্রার্থী মিশা সওদাগর।
মিশার সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার পরেই প্রশ্ন উঠে কেন, কী কারণে গিয়েছিলেন মিশা? এ প্রশ্নের উত্তর দিয়েছেন মিশা নিজে। তিনি বলেন, ‘আলমগীর ভাই ও ইলিয়াস কাঞ্চন ভাই আমাকে ফোন করে সেখানে যেতে বলেন। তারা দুই পক্ষের সঙ্গেই আলোচনায় বসতে চেয়েছিলেন।
এ কারণেই আমি সেখানে গিয়েছিলাম। দুজন গুণী মানুষ যখন আমাকে শপথ পড়াতে বললেন, তাদের কথা কি ফেলতে পারি? তারা আমার মুরব্বি। আমার মনে হলো, শুধু সভাপতিকে শপথ পড়াবো। এটা একটা ভালো কাজ। তাই আমি রাজি হই।’
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।