বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)। বুধবার (৯ ফেব্রুয়ারি) অনুষদভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশন ও বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সকল ক্লাস ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিন কাউন্সিলের জরুরি সভায় প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভার্চুয়াল পদ্ধতিতে ক্লাস শুরু হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুম লিংক ব্যবহার করে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনুষদীয় ওরিয়েন্টেশন ও অনলাইনে ক্লাস শুরুর রুটিনসহ সার্বিক নিদের্শনা প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।