জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তাঁতীদের দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় এসএমই ফাউন্ডেশনকে উদ্যোগী হতে হবে। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) এসএমই ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশের যৌথ উদ্যোগে গুলশান শ্যুটিং ক্লাবে আয়োজিত ‘হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল-২০২২’

এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাজ করার পথ প্রসারিত হয়েছে বলেই জাতীয় অর্থনীতিতে তারা প্রশংসনীয় অবদান রাখতে পারছে এবং কর্মসংস্থানের হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

 

কলমকথা/বি সুলতানা